ডোরাকাটা বাড়ি— এবং বাকি দুটো নভেলা-ই একটি অন্ধকার দিকের উল্লেখ করে। অথচ অন্ধকার তো একই চেহারার নয়! বিভিন্ন রূপে, বিভিন্ন রসে, বিভিন্ন আধারে নিজেকে প্রকাশ করেছে এই অন্ধকার। কখনও সেখানে ভালোবাসার ভণ্ডামি, কখনও প্রেতের আনাগোনা, কখনও-বা নতুন জীবনের হাতছানি। সবই থাকে, কিন্তু রঙের চাকচিক্যের আড়ালে অন্ধকার পা টিপে টিপে আসে।