গোবিনের মা
আমরা কেমন যেন বড্ড বড় হয়ে যাচ্ছি হঠাৎ করেই। সেই ছোট্ট বেলার ভালোবাসা গুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে। কিন্তু তাও সাহিত্য হলো সমাজের দর্পন, তাইতো এমন গল্পের মধ্যে আবার সেই ছোট্ট বেলাটাতে ফিরে যেতে চাই বারবার। এখনো বহু গল্প পড়ি, কিন্তু সব বড্ড বড়দের জন্য মনে হয়, সেই নির্মল খোলামেলা স্বাদটা আর কোথাও পাই না।