“আলোক” সাহিত্য পত্রিকার পুজো সংখ্যা আসছে আলোকিত হয়ে। পুজোর আনন্দ আরও জমে যায় যদি সঙ্গে থাকেএক্সট্রা থ্রিল। মণ্ডপের ধূপধুনোর গন্ধ ভেসে আছে বাতাসে,ঢাকের আওয়াজ আসছে কানে,আর? হাতে আছে শারদীয়া আলোক পত্রিকা। সব থ্রিল সেখানে। পড়ুন আলোক শারদীয়া। প্রচুর গল্প উপন্যাসের পাশাপাশি রয়েছে আমার একটি থ্রিলার উপন্যাস ” ঝিঁঝিঁর শব্দ”!!