শুভ জন্মদিন প্রিয় মানুষ প্রিয় লেখিকা। এমন একজন মানুষ যাঁর সঙ্গে কথা বললেই মনে হয় সব সময় একটা মাতৃত্বের স্পর্শে আছি। কলমের জাদুতে মুগ্ধ করে চলেছেন বাংলা সাহিত্যের পাঠকদের। একের পর এক অসাধারণ লেখা। আজ সেই মানুষটি জন্মদিন, যাঁর হাতে ধরে আমি বাংলা সাহিত্যে হাঁটতে শিখেছিলাম। শুভ জন্মদিন আমার আদর্শ সারাজীবন আপনি এইরকম থাকুন। এইভাবেই আরও আরও লিখতে থাকুন। আর ওই স্নেহের হাতটা সারাজীবন মাথায় উপর চাই ম্যাম।