একলব্য প্রকাশন তৈরি হওয়ার অনেক আগে থেকে সাগরিকাদির থেকে অঢেল স্নেহ পেয়েছি। তারপর প্রকাশন। চারটি বই। পাঁচ নম্বর বই আসতে চলেছে।
“সারা বছর আমরা জুড়ে থাকি। লেজুর গল্প থেকে বইয়ের গল্প সবই হয়। পুরনো রান্নার গল্পও হয়। লেখার হাত আর রান্নার হাত সবেতেই সাগরিকাদি দক্ষ। তবে লেখায় সাগরিকাদির যে নিষ্ঠা আমি তাতে মুগ্ধ সবসময়। বেড়াতে গেলে সাগরিকাদিকে একটু গল্প বলি, ছবি দেখাই আর সাগরিকাদি চারপাশে গল্পের জগৎ নির্মাণ করে ফেলেন। লেখক হওয়ার আগে সাগরিকাদি একজন অত্যন্ত ভালো মানুষ। এতগুলো বছর ধরে সাগরিকাদিকে তাই এত ভালোবাসি।
শুভ জন্মদিন সাগরিকাদি। তোমার গল্পের জগৎ অটুট থাকুক। জীবন আনন্দময় হোক রোজ। অনেক লেখো। সব লেখা পাঠকপ্রিয় হোক। খুব ভালো থেকো।”